নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার রায়পুরে সনাতন ধর্মাবলম্বীদের দুইদিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় রায়পুরের রাঁধাগোবিন্দ মন্দিরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস কুমার আচর্য্য, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক বাসুদেব, বল্লী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বজলুর রহমান প্রমুখ।