শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারি বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধা মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামের খোকন চন্দ্র মন্ডলের স্ত্রী কৌশ্যল্লা রাণী মন্ডল (৫০)। স্থানীয় ইউপি সদস্য হরিদাস মন্ডল জানান, ৭ মে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌরাস্তার বাম পাশ দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলো।
এ সময় মুন্সীগঞ্জের দিক থেকে আসা একটা প্রাইভেটকার সরাসরি তাকে ধাক্কা মারলে ঘটনা স্থালে তার মৃত্যু হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: নুরুল ইসলাম (বাদল) বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠিয়েছি। ঈশ্বরীপুর থেকে ধাক্কামারা প্রাইভেটকারটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্যে সাতক্ষীরার মর্গে পাঠানো হবে।