নিজস্ব প্রতিনিধি : স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোল একতা এই ¯েøাগানকে সামনে রেখে জাতীয় পার্টির জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শনিবার সন্ধ্যায় কাটিয়া আমতলাস্থ ১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, শেখ শাখাওয়াতুল করিম পিটুল, মোঃ ইব্রাহীম সরদার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন খান বাপ্পি, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় তরুণ পার্টি জেলা শাখার সভাপতি মোঃ আবু ইয়াসিন আলী, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক কানাইলাল সাহা, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান বদু, জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজিবুল্লাহ রাজু, সাইফুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টির রজব আলী, আব্দুল গফফার, জুলফিকার হোসেন, মেহেদী হাসান রাহুল, সোহেল, রাশেদুজ্জামান, রানা, কালু, রাজ্জাক, পাভেল, দীপ্ত, মাসুদ, বেলাল সহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস।