অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটার চন্ডীপুর আহ্ছানিয়া শাখা মিশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার ৭মে সকাল ১১টায় চন্ডিপুর শাখা আহ্ছানিয়া মিশনের অফিস চত্বরে এই বস্ত্র বিতরন করা হয়।
পীর কেবলা হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর জন্ম সার্ধশতবর্ষ পালন উপলক্ষ্যে চন্ডীপুর আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চন্ডিপুর মিশনের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান মাষ্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য সচিব ডাঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিশনের সহ-সভাপতি যথাক্রমে একেএম আনিসুজ্জামান, আবদুল হামিদ, ইউপি সদস্য আবুল কালাম ও সেক্রেটারি আলহাজ্ব নুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ৪৫ জন নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।