সোমবার , ৮ মে ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বুধহাটার শ্বেতপুর মাদকের রাজ্যে পরিণত সন্ধ্যা গড়ালেই মাদকসেবী ও ব্যবসায়ীদের আনাগোনা

প্রতিবেদক
satkhirar sakal
মে ৮, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর মাদকের রাজ্যে পরিণত হয়েছে। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় রমরমা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এর মধ্যে ইয়াবা ও গাঁজা সবচেয়ে বেশি বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

শ্বেতপুর এলাকায় মাদক বেচাকেনা ও সেবনে কোন কড়াকড়ি না থাকায় মাদক সেবনে জড়িয়ে পড়ছে যুবসমাজ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে ১৫ থেকে ২৫ বছরের বয়সী কিশোর ও যুবকেরা সবচেয়ে বেশি মাদকাসক্ত হচ্ছে। বড়দের পাশাপাশি শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবসমাজ মাদকের পথে বিপথগামী হয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। এব্যাপারে বিপথগামী সন্তানদের পরিবারের লোকজন প্রকাশ্যে কোনো পদক্ষেপ নিতে পারছেন না। লোকলজ্জার ভয়ে তারা এগুলো গোপন রাখছেন বলে একাধিক সূত্রে জানাগেছে।

স্থানীয়রা বলেন মাদক সেবনকারী যুবকদের পরিবারের কাছে এ বিষয়ে অভিযোগ করলে প্রথম-প্রথম তারা তো বিশ্বাসই করতে চায় না। কিন্তু পরে তারাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়ছেন। স্থানীয়রা আরও বলেন মাদক ব্যবসায়ীরা স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় থাকার কারণে পুলিশও তাদেরকে আটক করে না। তার মধ্যে সোহরাব হোসেন, অমেদ আলী ও বাবু খোকন মাদকের ডিলার বলে জানান স্থানীয়রা।

মাদকের সংঘবদ্ধ চক্রটি কয়েকটি গ্রæপে বিভক্ত হয়ে সন্ধ্যার পর গ্রামের বিভিন্ন মোড়ে, মাঠে ও নির্দিষ্ট স্থানে অহরহ বিক্রি করছে মাদকদ্রব্য। এসকল মাদক ব্যবসায়ীদের নামে থানায় ও বিজ্ঞ আদালতে একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। তারা প্রতিনিয়ত তাদের মাদক ব্যবসার ক্রেতা বাড়াতে যুব সমাজের হাতে স্বল্প মূল্যে তুলে দিচ্ছে যুব সমাজ ধ্বংসকারী মাদক।

আর এ মাদক সেবনের অর্থ ম্যানেজ করতে অত্র এলাকাসহ আশেপাশের গ্রামে বৃদ্ধি পেয়েছে চুরির মত ঘটনা। প্রতিরাতে থানা পুলিশের টহল অব্যহত থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাদক পাচার ও বিক্রি বন্ধে তেমন কোন কার্যকারী উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। একদিকে যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ‚মিকা স্থানীয়দের কাছে প্রশ্নবিদ্ধ অন্যদিকে তাদের দায়িত্ব নিয়েও নানান রকম প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

শ্বেতপুর গ্রামের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলাউদ্দিন বলেন, মাদক একটি পরিবার তথা সমাজকে ধ্বংস করে। সকল শিক্ষার্থী ও যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এবং অভিভাবকদের সতর্ক করা হচ্ছে। প্রতিটি পরিবারের পক্ষ থেকে সন্তানদের উপর নজরদারি অব্যহত রাখলে হয়তো তাদেরকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করা যেতে পারে।

এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ হাসেম আলী জানান, মাদক সমাজের ক্যান্সার। মাদক ব্যবসায়ী দেশ ও জাতির শত্রæ। সঠিক তথ্য ও প্রমাণ পেলে মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে তার বা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ীদের রুখতে পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তালায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের সেমি-ফাইনাল খেলা উদ্বোধন

বেউলায় মসজিদের কমিটি গঠনে নির্বাচন : কুরবান সভাপতি- শহিদুল সম্পাদক- কামাল কোষাধ্যক্ষ

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

জেলা সাংবাদিক পরিষদের পক্ষ থেকে প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা

কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালন

পৌরসভার উত্তর মেহেদীবাগে সিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

শহিদ শেখ রাসেল’র জন্মদিনে সম্প্রীতি সাতক্ষীরার শ্রদ্ধাঞ্জলী

বিশ্বের বুকে মাথা উঁচু করে রাখার আরেক নাম বাংলাদেশ- সুজিত অধিকারী

শ্রদ্ধা ও ভালোবাসায় একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় ভাষা শহিদদের স্মরণ

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা আ’লীগের শ্রদ্ধাঞ্জলী