ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নকল সার্টিফিকেট তৈরি করার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মচারীকে আটক করেছেন র্যাব ৬ বাহিনীর একটি দল সোমবার ০৮ মে দুপুরে র্যাবের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন।
প্রতিষ্ঠানের কম্পিউটারে খুঁজে পাওয়া গেছে জাল সার্টিফিকেট ও তৈরি করার বহু নমুনা। আটককৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের আব্বাসের হাটখোলা এলাকার মোঃ লিয়াকত সরদারের পুত্র জাল সার্টিফিকেট তৈরী প্রতিষ্ঠানের পরিচালক মোঃ পলাশ । এবং সদ্য যুক্ত হওয়া কর্মচারী একই ইউনিয়নের কাজলা গ্রামের মোঃ আমজাদের পুত্র মোঃ হাসান। স্থানীয়রা কর্মচারী হাসান কে নির্দোষ বলে দাবি করেন।
তথ্যের ভিত্তিতে র্যাব এই অভিযান পরিচালনা করেন। র্যাবের একজন সদস্য জানান, পলাশ সরদার অর্থের বিনিময়ে দীর্ঘদিন জাল সার্টিফিকেট তৈরি করেন আসছেন। তাদের হাতে বানানো এই ভুয়া সার্টিফিকেট গুলো অনেক মানুষের কাছে চলে গেছে। ফলে আসল সার্টিফিকেটধারীরা এই নকল সার্টিফিকেট কেনা ব্যক্তিদের কাছে প্রতিবন্ধক হচ্ছেন।