নিজস্ব প্রতিনিধি : ২০২৩ সালের এসএসসি/দাখিল/এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষা পরিদর্শনের লক্ষ্যে কলারোয়া উপজেলার চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন পরীক্ষার দায়িত্ব প্রপ্তি কর্মকর্তাগণ।
মঙ্গলবার ৯ মে কলারোয়া উপজেলার কলারোয়া পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, শেখ আমানউল্লাহ কলেজ সহ এসএসসি ও সমমানের পরীক্ষার বিভিন্ন স্থানে হল পরিদর্শন করেন – সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।
এসময় কেন্দ্র সচিবগন, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।