কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া এলাকায় মেইন রোডের পার্শ্বে সকালে স্থানীয়রা ১ জন অজ্ঞাতনামা ব্যক্তি কে পড়ে থাকতে দেখে কালিগঞ্জ থানায় সংবাদ দিলে কালিগঞ্জ থানার এস আই নকীব পান্নু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে খোঁজ নিয়ে তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে সামাজিক গণমাধ্যমে জানতে পেরে ১০ মে বুধবার বেলা ১টা ৪০মিনিটের দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মোঃ শুকুর আলী মৃত ব্যক্তির ঠিকানা ও পরিচয় নিশ্চিত করে বলেন।
উক্ত মৃতবৃদ্ধ আমার ইউনিয়নের বাসিন্দা, তিনি ঈশ্বরীপুর ইউনিয়নের কেওড়াতলী এলাকার মৃত মাওলা বক্সের ছেলে ফজের আলী(৭০)।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার এসআই নকিব পান্নু আহমেদ জানান, মৃত ব্যক্তি একজন ভারসাম্যহীন রোগী এজন্য পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় কালিগঞ্জ থানার (ওসি) অফিসার ইনচার্জ মামুন রহমানের নির্দেশে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।