বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মোখা মোকাবেলায় খুলনায় ব্যাপক প্রস্তুতি

প্রতিবেদক
satkhirar sakal
মে ১১, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

রাবিদ মাহমুদ চঞ্চল : আসন্ন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় খুলনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় খুলনায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

এসব আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৮৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। তাদের জন্য প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, শিশুখাদ্য ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। গবাদী পশু রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিসের ৩টি রেসকিউ টিম।

এছাড়া নৌ-বাহিনী, কোস্টগার্ড, পুলিশের সদস্যরা নিরাপত্তায় কাজ করবেন। উপক‚লের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে কাজ চলছে। জেলার ৯৫ ভাগ ধান কাটা হয়েছে। ঝড়ের পূর্ব সব ধান কাটা হবে। আর পাকা আম পাড়ার জন্য বলা হয়েছে। মানুষকে সচেতন করতে কাজ করছে রেডক্রিসেন্ট ও সিপিপিসহ বিভিন্ন এনজিও সংস্থার স্বেচ্ছাসেবকরা।

খোলা হয়েছে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় মোখা বিষয়ে ৬ ঘণ্টা অন্তর অন্তর আমরা অবজারভ করছি। ১৪ মে রাতে এই ঝড় উপক‚লে আঘাত হানতে পারে। খুলনার উপক‚লে যদি আঘাত নাও আনে তাহলে হালকা বাতাস ও বৃষ্টি হবে।

সভায় খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সব সময় মনিটরিং করা হচ্ছে। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী, শুকনা খাবার, পানি, শিশুখাদ্য মজুদ রয়েছে। খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার শেখ সাদিয়া মনোয়ারা উষা বলেন, মানুষের চিকিৎসাসেবায় ১১৬টি মেডিকেল টিম, প্রয়োজনীয় ওষুধ ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ঘূর্ণিঝড় মোখার পূর্বপ্রস্তুতি হিসেবে সভা করা হয়েছে। জেলার ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের জন্য শুকনা খাবার, পানি, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। এছাড়া নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার মালামাল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

কৃষি, প্রাণী ও মৎস্য বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের জন্য বলা হয়েছে। প্রতি মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবিধি দেখা হচ্ছে। দুর্যোগপূর্ব সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পূলক কুমার মÐল। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা

দেবহাটায় বাল্যবিয়ের দায়ে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা

তালায় বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ : ঘরে আবর্জনা ছুড়ে মারার অভিযোগ

কালিগঞ্জে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করলেন মাহবুবুর রহমান

শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

সনাতন ধর্মাবলম্বীদের কার্তিক ব্রত মহা-উৎসব অনুষ্ঠানে – গোলাম রেজা

দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক রবিউলের স্মরণে দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির কর্মবিরতি

কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা