বারবারে আসুক ফিরে এমন শুভ দিন/রঙে রঙে ভরে থাকুক তোমার জন্মদিন-এভাবে হাজারো ভক্তের শুভ কামনায় অতিবাহিত হয়েছে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক সময়ের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো: আমিরুজ্জামান বাবুর ৫০তম জন্মদিন। শুক্রবার (১২ মে) ছিল তার ৫০তম জন্মদিন।
৫০ পেরিয়ে ৫১-তে পা রাখলেন সাংবাদিক ও ব্যবসায়ী আমিরুজ্জামান বাবু। স্বপ্নভরা রোদেলা সকাল আর স্নিগ্ধ বিকেল পেরিয়ে বৈশাখী সন্ধ্যায় তাকে সুন্দর আগামীর প্রত্যাশায় শুভেচ্ছা জানিয়েছেন ৮৯ পলাশপোলের বন্ধু মোঃ আব্দুল মালেক গাজী, এ্যাড. নুরুজ্জামান সাহেব, মোঃ আজগার আলী, মোঃ আতিকুল আলম, মাসুদ হাসান, উদীচীর সভাপতি ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, পত্রদূত এর বার্তা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মধু, রফিকুল ইসলাম এবং দৈনিক সাতক্ষীরার সকালের সহবার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু ও আবু সাইদ সহ অগণিত ভক্ত।
উপস্থিত সুধিজনরা মোঃ আমিরুজ্জামান বাবুর উদ্দেশ্যে বলেন, আলোকিত হও, আলোকিত কর এ পৃথিবীতে-এমনই কামনা সবার। আনন্দ উল্লাসে কাটে যেন তোমার প্রতিটি দিন, শুভেচ্ছা জানাই আজ তোমায়, শুভ জন্মদিন! মো: আমিরুজ্জামান বাবুর জন্ম ১৯৭৩ সালের ১২মে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। তার সহধর্মীনি সাবিহা সুলতানা (স্বপ্না ) একজন গৃহীনি। দুই ছেলে সামিউজ্জামান (অমি)ও সাফিউজ্জামান (আনাম) নবজীবন পলিটেকনি ও নবজীবন ইনিষ্টিউট এ অধ্যায়নরত। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠনের সাথে জড়িত রয়েছেন।