সকাল ডেস্ক : “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এই ¯েøাগানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যমকালো আয়োজনের মধ্যে দিয়ে সাতক্ষীরা জেলা রেফারি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আয়োজনে শনিবার (১৩মে) সকাল থেকে সারা দিন ব্যাপি সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলার ফুটবল রেফারিবৃন্দের অংশ গ্রহণে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।
উক্ত ফুটবল টুর্ণামেন্টে শুভ উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন সভাপতি কাজী মনিরুজ্জামান পিপিএম। বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা ফুটবল এসোসিয়েশনে সদস্যবৃন্দরা।