অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : সদর উপজেলার আলিপুর ইউনিয়নের উত্তর আলিপুর দাশপাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও শ্রীশ্রী কালিমাতা পূজা ও অষ্টম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১মে বৃহস্পতিবার রাত ৯টায় উত্তর আলিপুর নামযজ্ঞা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ূর ডাক্তার), সদর উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আলিপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ, ইউপি সদস্য আশরাফুজ্জামান (লাকি), ইউপি সদস্য আব্দুল্লাহ ও রফিকুল ইসলাম, উত্তর আলিপুর দাশপাড়া নামযজ্ঞা কমিটির সভাপতি গোবিন্দ দাশ, সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র দাশ, সদস্য সুভাষ চন্দ্র দাশ ও বলরাম দাশ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা। এসময় প্রধান অতিথি আলহাজ¦ নজরুল ইসলাম এলাকাবাসীর দাবিকৃত মন্দির ও শ^শানের জন্য জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা করার আশ^াস প্রদান করেন।