আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় ইটের সোলিং সড়ক সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বুধহাটা পূর্বপাড়া জামে মসজিদ হতে শহিদুল এর বাড়ির সামনে ওয়াপদার বেড়ীবাধ পর্যন্ত ৬৩ মিটার ইটের সোলিং সংস্কার কাজ উদ্বোধন করেন ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ হাতেম আলী।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর তত্ত¡াবধানে ইটের সোলিং সড়ক সংস্কার কালে উপস্থিত ছিলেন সমাজ সেবক রেজওয়ান আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলম হোসেন, সাইফুল ইসলাম, ঠিকাদার জিয়াউল হক প্রমুখ।