আলতাফ হোসেনন বাবু : “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এই ¯েøাগানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যমকালো আয়োজনের মধ্যে দিয়ে সাতক্ষীরায় ৮দলীয় জেলা রেফারি নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩-২ গোলে সাতক্ষীরা পৌরসভা চ্যাম্পিয়ন হয়। জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আয়োজনে শনিবার বিকালে সাতক্ষীরার পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন সভাপতি কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ও কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনর সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, মাহমুদ হাসান মুক্তি, সদস্য ফারহা দিবা খান সাথি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মীর তাজুল ইসলাম রিপন সহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। ফাইনাল খেলা কালিগঞ্জ উপজেলা বনাম সাতক্ষীরা পৌরসভার মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে ৩-২ গোলে সাতক্ষীরা পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বিশ্বে খেলাধুলার মাধ্যমে পরিচিতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি এঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোড মডেল হিসেবে পরিচিত হয়েছে।
তার নেতৃত্বে খেলাধুলাও আমরা অনেকটা অগ্রসর হয়েছি। খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলায় বাংলাদেশ আজ সারা বিশ্বে অনন্য স্বাক্ষর রেখেছে। পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়।