কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা কালিগঞ্জে বিশ্ব মা দিবসে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৪ মে) বেলা সাড়ে ১০ টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রোমোটার মাসুম হাসানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।
সভা শেষে মহিলাদের আতœ কর্ম সংস্থানের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ১০জন নারী উদ্যেক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।অনুষ্ঠানটি সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপার ভাইজার জয়দেব দত্ত।