মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা

প্রতিবেদক
satkhirar sakal
মে ১৬, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে কালিগঞ্জ শীতলপুর এলাকায় প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৫ মে সোমবার সকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুরে অবস্থিত আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন অধ্যক্ষ হাবিবুর রহমান। এতে করে অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ১৪ ও ১৫ই মে রবি ও সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন সরকার।

গত ১৩ই মে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত ৩৮.০০.০০০০.০০৭.০৮.০০২.২০২১-১১৮ নং স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করেন। প্রজ্ঞাপনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের কর্মস্থলে অবস্থান করতে বলা হয়, তবে সকল শিক্ষাক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের সামনে জাতীয় পতাকা উড়ছে। সকল শিক্ষক মন্ডলীসহ অধ্যক্ষ কাজে ব্যস্ত রয়েছে। প্লে শ্রেণীর আরবী, মডেল-১ শ্রেণীর গণিত, মডেল-২ শ্রেণীর কম্পিউটার, মডেল-৩ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, মডেল- ৪ ও ৫ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা চলছে। আর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পরীক্ষা পর্যবেক্ষণ করছেন কয়েকজন শিক্ষক। স্কুলের প্লে’র শিশু শিক্ষার্থী তাহমিদ হোসাইন, মাইমুনা ও আব্দুর রহমান বলেন, আজ আমরা সুন্দরভাবে পরীক্ষা দিয়েছি।

এ সময় কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই স্কুলে ভর্তি করেছি। কিন্তু এখন দেখছি এরা সরকারি নির্দেশনা কোনটাই মানে না। এমনকি কয়েকবার অভিযোগ করেছি কালো রং এর স্কুল ড্রেস পরিবর্তন করতে। তারপরও তীব্র গরমে এখনও বাধ্যতামূলক কালো স্কুল ড্রেস পরিধান করানো হচ্ছে শিশুদের। এতে বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অত্র স্কুলের এক শিক্ষক বলেন, বর্তমানে স্কুল কতৃপক্ষ সরকারি নির্দেশনা মানতে নারাজ। তেমনি অধ্যক্ষ সরকারি সকল নির্দেশনা কিছুতেই মানেননা। বিষয়টি সম্পর্কে অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালনা করেন। স্কুলে আজকের পরীক্ষার বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার অবগত আছেন। এক প্রশ্নের জবাবে অধ্যক্ষের এমন ভাষ্য, সকল সরকারি নিয়ম মেনে চললে প্রতিষ্ঠান চালানো সম্ভব হয়ে উঠে না।

এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের দপ্তর স্কুলটি পরিচালনা করেন। তবে সরকারি নির্দেশনা অমান্য করে আজ স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষার নেওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি পরে যোগাযোগ করেন। এই বলে ফোন কেটে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, বিষয়টি অবগত হয়েছি। সরকারি নির্দেশনা অমান্য করার কোন সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

মণিরামপুরে অপমান সইতে না পেরে বিধবার আত্মহত্যা : আটক ১

সাতক্ষীরায় ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বুথ স্থাপন ও ক্যাম্পেইন

শ্যামনগরে স্বামীর দাফনে দেরি হওয়ায় পরিক্ষার হলে ঢুকতে দেয়নি পরিক্ষার্থীকে!

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রবাসে গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন আশাশুনির স্বপ্না

শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের অফিস উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

রাজগঞ্জে খৈল ভিজানো ড্রামের মধ্যে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা সদরে কিছু এলাকায় খাবার পানির সংকট প্রকট

বুধহাটা কলেজিয়েট স্কুল গৌরবোজ্জল ভাবে সফলতার দিকে ধাপিত হচ্ছে