মণিরামপুর (যশোর) সংবাদদাতা : বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১৫ মে) সকালে মণিরামপুর পৌর শহরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) মণিরামপুর উপজেলা কমিটির আহবায়ক মোঃ মুনছুর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিসচা কেশবপুর উপজেলা কমিটির আহবায়ক হারুন অর রশিদ বুলবুল, নিসচা মণিরামপুর উপজেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, অধ্যাপক বোরহান উদ্দীন জাকির, অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, যুগ্ম আহবায়ক মোঃ শামছুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম, সদস্য সুরাইয়া আক্তার ডেইজী, আসাদুজ্জামান, নজরুল ইসলাম গাজী, বোরহান উদ্দীন, মোঃ ইদ্রিস আলী প্রমুখ।