এএফএম মাসুদ হাসান, শ্যামনগর : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প সুবিধার আওতায় সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিপুর গ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুর ১ টায়, শ্যামনগর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে তথ্য সেবা নিতে গ্রামের ৫০ জন নারী উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মিরানা আক্তার (অ:দা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ (ভাইস চেয়ারম্যান) শ্যামনগর উপজেলা পরিষদ, শাহানা হামিদ (চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা), “নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন, মাইমুনাতুস সাদিয়া ( তথ্য সেবা সহকারী)।
বৈঠকে নারীদের অধিকার, চিকিৎসা সেবা, উদ্যোক্তা তৈরি, তথ্য প্রযুক্তি, পরিবারের প্রতি কর্তব্য ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে নানান তথ্য সেবা পরামর্শ দেওয়া হয়। উঠান বৈঠকে আসা নারীদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও আসা, যাওয়ার খরচ ও আপ্যায়ন ব্যবস্থা করা হয়ে থাকে। তথ্য আপার সেবা বিষয়ে সকল দিক নির্দেশনা দিয়ে থাকেন শ্যামনগর উপজেলা প্রশাসন।
সেবা নিতে আসা শিল্পী সুলতানা বলেন, পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রতি ভালবাসা, সন্তানদের সু সন্তান করে গড়ে তোলা, সমাজের প্রতি একজন দায়িত্বশীল নারীদের কর্তব্য, বল্য বিবাহ বন্ধ করা, জরুরি সেবা ৯৯৯ ও আইনি অধিকারের প্রতিও নানান দিক বুঝিয়েছেন সেবা কর্মীরা। এতে আমরা বিভিন্ন ভাবে উপকৃত হবো।