সকাল ডেস্ক : বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ মে বেলা ১২টার দিকে সাতক্ষীরা গাজীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে এমন সংবাদ পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর নেতৃত্বে বাঁকাল চেকপোষ্টের একটি চৌকষ আভিযানিক দল আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে।
এ সময় চোরাকারবারীরা মোটর সাইকেলযোগে উক্ত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে দ্রæত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ০৭টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম যার মূল্য ৬৮,০০,৭৭৮/- (আটষট্টি লক্ষ সাতশত আটাত্তর) টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।