বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ১দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মে) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কারবালা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কুশুলিয়া চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল জেলা পরিষদ সদস্য ফিরোজ কোবির কাজল প্রমুখ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের ঝঊউচ এর আওতাভ‚ক্ত “পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইহ্নটিটিউশনস (চইএঝও )” স্কিম এর আওতায় উপজেলা পর্যায়ে ০১ দিনের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ মেহেদী বলেন নিজ নিজ অবস্থান থেকে শেরাটা উপহার দেওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার মানোন্নয়ন এর পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার সহযাত্রী হতে হবে। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগন অংশগ্রহণ করেন।