নিজস্ব প্রতিনিধি : সাংস্কৃতিক কার্যক্রম কিভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখতে পারে সে বিষয়ক পরামর্শ সভা ২১ মে রোববার বেলা এগারোটায় তালা থানাধীন “অগ্রগতি রিসোর্ট” হলরুমে অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ” রুপান্তর” এর আয়োজনে ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। ফিল্ম ফর পিস এর পরিচালক (প্রশাসন ও অর্থ) মো: রফিকুল আলম এর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও কলামিষ্ট আফসান চৌধুরী, নির্বাহী পরিচালক পাঞ্জে সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, ম্যানগ্রোভ প্রকাশনীর স ম তুহিন, সিডো এর শ্যামল বিশ্বাস, মাদার তেরেসা স্কুলের পরিচালক হেনরী সরদার, মনিরুজ্জামান মুন্না, আলিপুরের সলুদা বেগম, ০১, ০২ ও ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর নুরজাহান নুরী, মনিরুজ্জামান মুন্না , আরা সংস্থার নির্বাহী পরিচালক কালাম আজাদ প্রমুখ।