তাপস সরকার, তালা : সাতক্ষীরার তালায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৫০টি গাড়ি আটক করা হয়। রোববার সকালে জেলা ট্রাফিক পুলিশের যৌথ টিম গুরত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই বিশেষ অভিযান পরিচলানা করে।
ট্রাফিক পুলিশ পরিদর্শক শাহাবুদ্দিন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট মিল্টন, মাহাবুব হাসান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক পুলিশ পরিদর্শক শাহাবুদ্দিন জানান, তালায় বিশেষ অভিযানে হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৪৮টি মোটরসাইকেল, ১টি মাহিন্দ্রা ও ১টি মাইক্রো গাড়ি আটক করা হয়। পরে অপরাধের ধরন অনুযায়ী তাঁদের বিভিন্ন পরিমাণে জরিমানাসহ মামলা দেয় হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।