খুলনা অফিস : আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ডুমুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা শহীদ স্মৃতি মহিলা কলেজ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি মেহেরা আফরোজ চুমকি।
তিনি তার বক্তব্যে বলেন দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার বিকল্প নাই। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে তালুকদার আব্দুল খালেকের হাতকে শক্তিশালী করার আহŸান জানান। উপজেলা মহিলা লীগের সভাপতি তহমিনা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শবনম জাহান শীলা।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনার সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ সুজিত অধিকারী, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এমপি ও আক্তারুজ্জামান বাবু এমপি , আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জামাল, নাছিমা ফেরদাউস, মিনা মালেক, রাজিয়া পান্না, শাহ নেওয়াজ হোসেন জোয়ার্দার, ঝর্ণা বাড়ুই প্রমূখ।