রবিবার , ২১ মে ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় চিংড়িতে অবাধে চলছে অপদ্রব্য পুশ : রপ্তানিতে সুনাম হারাচ্ছে দেশ

প্রতিবেদক
satkhirar sakal
মে ২১, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ

অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : সাদা সোনা খ্যাত সাতক্ষীরার রপ্তানীযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনা যেন দিনদিন বেড়েই চলেছে। কোনভাবেই থামানো যাচ্ছেনা চিংড়িতে অপদ্রব্য পুশে জড়িত অসাধু ব্যবসায়ীদের।

অপদ্রব্য পুশ বন্ধে মাঝে মধ্যে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও, বেশিরভাগ সময়ে অপদ্রব্য পুশকৃত গলদা ও বাগদা চিংড়ির চালান প্রশাসনের নাগাল টপকে রপ্তানী হচ্ছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে। এতে করে দিনদিন বিশ^বাজারে সুনাম ও ঐতিহ্য হারাচ্ছে সাতক্ষীরার চিংড়ি, মাঝে মধ্যে রপ্তানীতে পড়ছে নিষেধাজ্ঞা। আর তাতে ব্যাপক হারে হচ্ছে দরপতন।

জেলার অন্যান্য উপজেলার মতো দেবহাটাতেও বেশ সক্রিয় চিংড়িতে অপদ্রব্য পুশ করা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। বিভিন্ন তথ্য মতে জানা গেছে, সিরিঞ্জ ও সুঁইয়ের মাধ্যমে রপ্তানীযোগ্য চিংড়িতে জেলি, সাগুদানা, ফিটকিরি’র মিশ্রন, পানিতে ভেজানো চিড়া ও ভাতের মিশ্রন ইনজেক্ট করে চিংড়ির ওজন ও সাইজ বৃদ্ধি করে গ্রেড অনুসারে চড়া দামে বিক্রি ও রপ্তানী করে মোটা টাকা কামিয়ে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ফলে বিশ^বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ভোক্তারা।

সম্প্রতি পারুলিয়া চিংড়ি বনিক সমিতির নেতৃবৃন্দ রপ্তানীযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে কঠোর পদক্ষেপ হাতে নিয়েছেন। অপদ্রব্য পুশকালে কোন অসাধু ব্যবসায়ী হাতেনাতে আটক হলে জরিমানার পাশাপাশি তাদের লাইসেন্স বাতিলের সুপারিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা বলে জানা গেছে। কিন্তু সেটা কাগজে কলমে বা নামমাত্র বলেই প্রতিয়মান হচ্ছে। ফলে অসাধু ব্যবসায়ীরা বর্তমানে আশপাশের এলাকা গুলোতে রপ্তানীযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশের আস্তানা গেড়েছেন। এতে করে পারুলিয়া চিংড়ি বণিক সমিতির পুশ বন্ধের উদ্যোগটিও ব্যাহত হচ্ছে।

ফলে অসাধু ব্যবসায়ীরা এখন আশপাশের এলাকা থেকে অপদ্রব্য পুশ করে তারপর পারুলিয়াসহ বিভিন্ন মৎস্য সেডে এনে বিক্রি করছেন। উপজেলার গাজীরহাট মৎস্য সেড, শশাডাঙ্গা মৎস্য সেড, পারুলিয়া মৎস্য সেডের পাশের কয়েকটি এলাকা এখন অসাধু ব্যবসায়ীদের নিরাপদ স্থানে পরিনত হয়েছে। এসব স্থান থেকে চিংড়িতে অপদ্রব্য পুশ করে বিভিন্ন বাজারে বিক্রি ও রপ্তানী করছেন অসাধু ব্যবসায়ীরা।

এবিষয়ে দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে ইতিমধ্যে একাধিক অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করাসহ পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে। চিংড়ির মৌসুম এখন শুরু হয়েছে অতি শীঘ্রই আবারো অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী চিংড়িকে জাতীয় সম্পদ উল্লেখ করে বলেন, সাদা সোনা খ্যাত এই চিংড়ি রপ্তানী দেশ আমরা বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করি। কয়েকজন অসাধু ব্যক্তির কারনে সেটা নষ্ট হোক সেটা কোনমতে কাম্য নয়। বিগত সময়ে বিভিন্ন অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোক্তা অধিকার, মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা এমনকি র‌্যাবের মাধ্যমে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, আবারো অসাধু ব্যক্তিরা অপদ্রব্য পুশ করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে, তাই অতি দ্রæত অভিযান পরিচালনা করা হবে। চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে গাজীরহাট, শশাডাঙ্গা, পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনাসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ইফতার মাহফিল

জুট প্রেস শ্রমিকদের মজুরি বিষয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান দিলেন শ্রম প্রতিমন্ত্রী

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের পিঠা উৎসব

দেবহাটায় প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে খুলনায় অনশন

কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ সহ কমিটি গঠন

ঠিকাদারের গাফিলতিতে আবারও বন্ধ হলো আশাশুনির ধাপুয়া ব্রিজের নির্মাণ কাজ

কলারোয়ায় বসন্ত বরণ ও পিঠা উৎসব

কলারোয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু