নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. শফিউল আযম, উপপরিচালক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।