ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হয়েছে নবজীবন ইনস্টিটিউট স্কাউট দল। মঙ্গলবার (২৩ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জেলা শিক্ষা অফিস এ তথ্য প্রেরণ করেন। শিক্ষা অফিস নিশ্চিত করেছে যে, জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপের গৌরব অর্জন করে নবজীবন ইনস্টিটিউট স্কাউট গ্রুপ।
নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন জানান, শহরের অন্যতম এ শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট গ্রুপকে জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে স্বীকৃতি দিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এতে নবজীবন পরিবার গর্বিত। নবজীবনের স্কাউট শিক্ষক পলাশ কুমার রায় বলেন, প্রতি বছর যাতে আমাদের এ গৌরব অক্ষুর্ণ রাখতে পারি তার জন্য সর্বাত্মক সচেষ্ঠ থাকবো।