শহর প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুরে ৯৮৫ ফুট সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাঁকাল ইসলামপুরের ২নং কলোনীর মসজিদ সংলগ্ন সমাজকর্মী লাভলীর বাড়ির সামনে হতে আলমগীরের বাড়ির সামনে পর্যন্ত এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ৯৮৫ ফুট এ সোলিং রাস্তা নির্মাণ কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ টাকা।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, ঠিকাদার সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রিপন, আব্দুল মজিদ, আশরাফ হোসেন, সমাজকর্মী লাভলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটির সোলিং কাজের উদ্বোধন করায় অত্র এলাকাবাসী ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সোলিং উদ্বোধনকালে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. শরিফুল ইসলাম।