আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে উন্নয়ন প্রচেষ্টার প্রসপারিট প্রকল্প বড়দল শাখার আওতায় গাইনী ও শিশু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক, মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া সুলতানা, ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, ডাঃ মিনাক কুমার বিশ্বাস। স্বাস্থ্য ক্যাম্পে ২৩০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে স্বাস্থ্য ক্যাম্পে ৪০ বছরের উর্ধে মহিলা রোগীদের ভায়া টেস্ট এবং রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও ন্যাপকিন বিতরণ করা হয়। স্বাস্থ্য ক্যাম্পের সার্বিক তত্বাবধানে ছিলেন টিও-নিউট্রেশান মোঃ আব্দুল মতিন এবং সহযোগীতায় ছিলেন এটিও-নিউট্রেশন মোঃ ওসমান শেখ, মোঃ হাবিবুল্লাহ, এমএইএস অফিসার মোঃ শহিদুল ইসলাম এবং সিএনএইচপি গণ।