আশাশুনি ব্যুরো : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের পক্ষ থেকে আশাশুনিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩মে) বিকালে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা ও উপজেলা কৃষকলীগ, পরিবহন শ্রমিক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। রাজশাহীতে জেলা বিএনপি আহŸায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রথমে আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি আশাশুনি সরকারি কলেজ, সদর ইউনিয়ন পরিষদ ও থানা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহেল বাকি বাচ্চুর সভাপতিত্বে ও তাতীলীগের আহŸায়ক হুমায়ুন কবির রাসেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বনমালী দাস, আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নবু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা আবু সাঈদ চাঁদের কুশ পুত্তলিকা দাহ করা হয়।