আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার দরগাহাপুর ইউনিয়নের সাতমোড়ক গ্রামে এক পুলিশ পরিবারের জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দখল, পাল্টা দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে একই গ্রামের মৃত জবেদ আলী সরদারের ছেলে শামসুর সরদার, ইউসুফ সরদারের ছেলে জামাল সরদার ও তাদের ছেলেরা।
একই গ্রামের তাজেল গাজীর ছেলে ইউনুস গাজীর পৈতৃক ভিটার ৫ শতক জমি জবরদখলের চেষ্টা অব্যাহত রেখেছে। এ নিয়ে প্রায় সময় উভয়ের মধ্যে হুমকি ধামকি দীর্ঘদিন চলে আসছে। গত ২৩ মে পুলিশ পরিবারের কর্তা ইউনুস গাজীর পৈত্রিক ভিটায় পাকা ঘর নির্মাণে কাজ শুরু করে। তাদের কাজে মৌখিক বাঁধা দিলে উল্লেখিত ব্যক্তিরা ইউনুস গাজীকে কিল ঘুষি মেরে আহত করে। স্থানীয় তারিকুল গাজী, ইয়াকুব আলী ও আব্দুল খালেক গাজী তাকে চিকিৎসার জন্য আশাশুনি হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে এ এস আই জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়ে সরজমিনে তদন্ত করা হয়েছে। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আগামী বৃহস্পতিবার বিকাল ৫টায় থানায় আসতে বলেছি। তিনি আরো বলেন আপস মীমাংসা না হলে জবরদখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত বিষয় নিয়ে প্রতিপক্ষ জামালের সাথে কথা হলে তিনি বলেন বাপ-দাদার আমল থেকে আমরা বস-বাস করে আসছি। বিতর্কিত জমি কাগজপত্রে পেলে নিব না পেলে ছেড়ে দিব।