শেখ বাদশা, আশাশুনি ব্যুরো : সাতক্ষীরার আশাশুনিতে ঘুর্ণি ঝড়ে শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আশাশুনি উপজেলার খাজরা ও শ্রীউলা সহ বেশ কয়েকটি ইউনিয়নে ঘরবাড়ি সহ মৎস্য ঘেরের বাসা ঘর ঝড়ে ভেঙেচুরে গেছে। গাছ পড়ে ১৫ ঘন্টা যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ। মঙ্গলবার(২৩ মে) সন্ধ্যা থেকে শুরু হয় এই কালবৈশাখী ঝড়। থেমে থেমে দমকা হাওয়া বয়ে গেছে প্রায় ১ ঘন্টা যাবত। ক্ষতিগ্রস্থরা হচ্ছে কাপসন্ডা গ্রামের মাসুম সানা, রহমান সানা, মামুন সানা, হাকিম সানা, তরিকুল সানা, মুরশিদ সরদার, মামুন মোল্যা, গদাইপুর গ্রামের সুব্রত দাশসহ শতাধিক পরিবার।
ক্ষতিগ্রস্থ কাপসন্ডা গ্রামের মামুন সানা জানান, আমি ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দমকা হাওয়া এসে আমাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। মাত্র আধাঘন্টার ব্যবধানে তারা নিঃস্ব হয়ে যায়। রাত থেকে রান্না হয়নি খেতেও পারিনি তারা। ইউপি সদস্য মোঃ মফিজুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় আধা ঘন্টা থেকে একঘন্টা যাবত দমকা হাওয়া সহ ঝড় হয়। এতে খাজরা সহ বেশ কয়েকটি ইউনিয়নে শতাধিক কাঁচাপাকা বাড়ির টিনের চাল উড়ে যাওয়া ছাড়াও বেশকিছু ঘরবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়।
এছাড়া মৎস্য ঘেরের টং ঘরগুলোও ধ্বংস হয়েছে। ঝড়ের সময় থেকেই গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম সংকটে পড়েছেন স্থানীয় মানুষ। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ ইয়ানুল রহমান জানান, ক্ষতিগ্রস্থরা আবেদন করলে যাচাই বাছাই করে সহায়তা করা হবে। প্রশাসন ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবে। এছাড়া বিদ্যুৎ সংকটের বিষয়টা সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।