সকাল রিপোর্ট : সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মনোনীত হয়েছে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট। উপজেলা পর্যায়ে শনিবার (১৩ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জেলা শিক্ষা অফিস এ তথ্য প্রেরণ করেন। শিক্ষা অফিস নিশ্চিত করেছে যে, জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট। এবং জেলা পর্যায়ে গত ২১ মে রবিবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করে।এদিকে, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবারের ন্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করে-১. শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ২. শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম ৩. শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক উপ অধ্যক্ষ মোঃ শহিদুল আলম ৪. শ্রেষ্ঠ শিক্ষার্থী শাহেদ আহমেদ (ইলেকট্রিক্যাল টেকনোলজি ৭ম পর্ব)।
এছাড়া উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতা ও নির্ধারিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে শাহেদ আহমেদ(ইলেকট্রিক্যাল টেকনোলজি ৭ম পর্ব) নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট।