তাসিকন আহমেদ, কুলিয়া : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের রামনগর গ্রামে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পরিবারের ঘর তৈরীর দায়িত্ব নিলেন মানবতার ফেরিওয়ালা, সাবেক জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস আলফা। গত ২৩ মে মঙ্গলবার সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে হঠাৎ সন্ধ্যাবেলায় ঘূর্ণিঝড় আঘাত হানে। এই ঘূর্ণিঝড় কুলিয়া ইউনিয়নে রামনগর গ্রামের মৃত মোনাজাত গাজীর পুত্র সিরাজুল ইসলামের পরিবারের একমাত্র বসত ঘরটি সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়।
খবর পেয়ে ২৫ মে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার মানবতার ফেরিওয়ালা খ্যাত আলফা তাৎক্ষণিক সিরাজুল ইসলামের বাড়িতে হাজির হয়ে, বিধ্বস্ত ঘরটি তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও দৈনিক প্রথম লহরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওমর ফারুক মুকুল প্রমুখ।