খুলনা অফিস : খুলনার ডুমুরিয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এ সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ সুফিয়ান রুস্তম।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, উপজেলা সহকারী প্রকৌশলী আতাউল গনি মিনজু, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার প্রমুখ।
এর আগে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ডুমুরিয়া কলেজে জাতীয় কবি এবং বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ কাজী নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং শ্রদ্ধাভরে তিনি কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন।