নিজস্ব প্রতিনিধি : পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পুর্বপাড়ায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় ইটাগাছা পুর্বপাড়া খোদা বক্সের রাইচ মিল হতে পৌরসভার পাকা রাস্তা পর্যন্ত ১৬০ মিটার এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার তপু, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, ঠিকাদার আব্দুস সালাম গাজী, রাজিবুল হাসান বাবু, আনিস নুর, শাহরিয়ার আহমেদ বাবলু, আতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটি নির্মাণ কাজ শুরু করায় ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এলাকাবাসী।