সাতক্ষীরায় খুবি এ্যলামনাই এ্যসোসিয়েশন-কুআ’র নির্বাচনে খুরশীদ-আকতার (গ্রাজুয়েটস প্লাটফর্মের) প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত। আগামী ৯ জুন খুবি এ্যলামনাই এ্যসোসিয়েশন-কুআ’র নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে নির্বাচনী প্রচরণার জন্য সাতক্ষীরার খুবি বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সাতক্ষীরার হোটেল কোরায়েশিতে দিনব্যাপী নির্বাচনী প্যানেল সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুরশীদ আলমেহার তন্ময়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য শিক্ষা কমকর্তা, পুলক চক্রবর্তী, সাধারণ সম্পাদক, খুবি এ্যলামনাই এ্যসোসিয়েশন-কুআ’র মোঃ আকতার হোসেন, সহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। যেখানে বক্তরা খুরশীদ-আকতার (গ্রাজুয়েটস প্লাটফর্মের) প্যানেলের নির্বাচনী ইশতেহার নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এছাড়াও বক্তারা খুবি এ্যলামনাই এ্যসোসিয়েশন-কুআ’র সদস্যদের পরিকল্পনা দেশে ও দেশের বাহিরে বিস্তার করার লক্ষ্যে কাজ করবেন, সর্বোপরি কুআ’র সকল কার্যক্রমে পরিমাপযোগ্য স্বচ্ছতা ও জবাবদদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি