বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল দশটায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রভাষক এম সুশান্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জি। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র, অধ্যাপক পাল শুভাশিষ, পার্থ সারথী সেন, অধ্যাপক সদানন্দ কুমার, অধ্যাপক কিশোর কুমার দাস, উৎপল সাহা, দিপু কুমার বৈদ্য, প্রদীপ কুমার মন্ডল, রবীন্দ্রনাথ ব্যানার্জি, শম্ভু চরণ কর্মকার, জয়দেব কর্মকার, সুশান্ত ঘরামি, প্রভাষক সুকুমার রায়, সুমন কুমার রায়, অশোক কুমার মিস্ত্রি প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট অনুপ কুমার কর্মকার। প্রেস বিজ্ঞপ্তি