নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রদিপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে আম উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় শহরের ইটাগাছা প্রদিপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে উক্ত আম উৎসব অনুষ্ঠিত হয়। প্রদিপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ আতিকুজ্জামান সাহেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদে বারবার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আয়ুব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রদিপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অফিস উন্নিয়নে জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রæতি ব্যক্ত করে প্রতিবন্ধীদের পাশে থাকার ঘোষণা দেন।