বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ডি এম সি ক্লাবে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) সন্ধ্যা ৭ টায় ডিএমসি ক্লাব চত্বরে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএমসি ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে উক্ত বিশেষভাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ মকবুল হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ জিন্নাত আলী, ডিএমসি ক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল হাই, ডিএমসি ক্লাবের সাবেক সহ সভাপতি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পুলক ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হাসান, সমাজসেবক মোঃ নাজিম উদ্দিন, ডিএমসি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ডিএমসি ক্লাবের সাবেক সহ-সভাপতি মাস্টার আবু হাসান রাজ, সমাজসেবক মাহবুবুর রহমান, সমাজসেবক রেজাউল হক ডাবলু ও ডিএমসি ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকার সুধীজন। মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবটি ইংরেজি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত।
ঐতিহ্যবাহী এই ক্লাবের সুনাম এক সময় সাতক্ষীরা জেলা থেকে রাজধানী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কিন্তু দীর্ঘ দিন ক্লাবের কোন কমিটি না থাকায় ক্লাবের ঐতিহ্য বিলুপ্তির পথে। তাই ডিএমসি ক্লাবের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বিশেষ সভায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা শেখ জিন্নাত আলী, শেখ আব্দুল হাই, মোঃ নাজিম উদ্দিন,ও সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ মকবুল হোসেন। সভায় সিদ্ধান্ত হয় আগামী ৩১ মে হতে ৬ জুন পর্যন্ত সদস্য ভর্তি কার্যক্রম চলবে। যেহেতু গঠনতন্ত্র অনুযায়ী সকলের সদস্যপদ বিলুপ্ত হয়েছে সেহেতু আগামী ৬ই জুন বিকাল ৫ টার মধ্যে সকলকে পুনরায় তিন মাসের চাঁদা ও ভর্তি ফরম বাবদ ১০০ টাকা দিয়ে ক্লাব হতে ভর্তি ফরম নিয়ে আহবায়ক বরাবর সদস্য হওয়ার আবেদন করতে আহবান করা হয়।