আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বলাডাঙ্গা গ্রামে নূরানী তালিমুল কুরআন বোর্ড খুলনার উদ্যোগে পুরাতন শিক্ষকদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বলাডাঙ্গা ছকিনা বেগম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, নুরানী তালিমুল কুরআন বোর্ড খুলনার মহা সচিব মুফতি আব্দুল কুদ্দুছ।
মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন, কেন্দ্রীয় জিম্মাদার মুফতি ইলিয়াছ ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কুদরত উল্লাহ কাসেমী। বোর্ডের প্রশিক্ষক মাওঃ বায়জীদ বিন নূর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসার উপদেষ্টা সাইফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল খায়ের, অর্থ সম্পাদক আছাফুর রহমান খোকা, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউনুছ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। এলাকার ১৭ টি মাদ্রাসার শিক্ষবৃন্দ প্রশিক্ষণে অংশ নেন।