নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালে কামালনগর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা ও ডিপ জামে মসজিদ এলাকায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী ঢেলে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, মো. আজগর আলী সরদার, আব্দুল আজিজ বাবু, মো. আবু সাঈদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কামালনগর ডিপ জামে মসিিজদ ও মাদ্রাসা হতে ডিপ বটতলা পর্যন্ত ৩৫০ ফুট সিসি ঢলাই রাস্তা সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে তিন লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মুক্তার হোসেন।