দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বদলী জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার এবি এম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ মুক্তিযোদ্ধা বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, সখিপুর ইউনিয়ন কমান্ডার সাবুর আলী, সদর কান্ডার ইদ্রিস আলী।