নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সর্বজন পরিচিত মোল্যা কনস্ট্রাশনের স্বত্তাধিকারী সাব কন্ট্রাকটর আলহাজ্ব জাফর আলী মোল্যা(৬৫) আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় গ্রীন লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
সাব কন্ট্রাকটর আলহাজ্ব জাফর আলী মোল্যা হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকায় গ্রীন লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে মারা যান। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সাতক্ষীরার সদরের মাগুরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান, নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, সাতক্ষীরা পিকে ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, স্থানীয় ইউপি সদস্য নজিবুল্লাহ টুটুল প্রমুখ। এদিকে সাব কন্ট্রাকটর আলহাজ্ব জাফর আলী মোল্যা মরদেহ রাতে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোকছেদপুর থানার ডিগ্রীকান্তি গ্রামে মায়ের পাশে দাফন করা হয়।