অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবহাটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার ২রা জুন, ২৩ ইং সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাবে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এ সময় সংবর্ধিত অতিথি ছিলেন দেবহাটা উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নিবাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন, জাতীয় দৈনিক গনমুক্তির জেলা প্রতিনিধি আবীর হোসেন লিয়ন, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আমিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম আলম, তারেক মনোয়ার, তাসকিন আহমেদ শাওন প্রমুখ।
এ সময় প্রধান অতিথিসহ সকল বক্তারা বিদায়ী অতিথির দীর্ঘ ১ বছর ৮ মাসের কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে একজন কর্মবান্ধব বীর বলে অভিহিত করেন। এ ছাড়া বিদায়ী অতিথি ইউএনও খালিদ হোসেন সিদ্দিকীর ভবিষ্যৎ জীবন যেন আরো উন্নতির শীর্ষে যায় সেজন্য সকলে শুভকামনা জ্ঞাপন করেন। পরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ইউএনও খালিদ হোসেন সিদ্দিকীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।