এ এফ এম মাসুদ হাসান, শ্যামনগর : শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী অক্সিজেন সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। ২জুন (শুক্রবার) সকাল ১১ টায় অত্র ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে অত্র এলাকার জরুরী, মুমূর্ষ, করোনা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীদের জন্য ফ্রী অক্সিজেন সেবার এই কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অক্সিজেন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব ডাঃ শেখ আইয়ুব আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন, অত্র ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, মোঃ হাফিজ হোসেন সহ অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উক্ত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন বলেন, ২০২০ সাল থেকে আমার আত্মমানবতার কল্যাণে কাজ করে আসছি।
তারই ধারাবাহিকতায় আজ আমাদের জরুরি মুমূর্ষু রোগীদের জন্য ফ্রী অক্সিজেন সেবার শুভ উদ্বোধন হয়েছে। ফ্রী অক্সিজেন সেবা পেতে আমাদের হট লাইন- ০১৯১১ ৭৭৭ ৯৫২ নম্বরে যোগাযোগ করুন।