শনিবার , ৩ জুন ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় গত পাঁচ মাসে পানিতে ডুবে শিশুসহ ৯ জনের মৃত্যু

প্রতিবেদক
satkhirar sakal
জুন ৩, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ

আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরায় গত পাঁচ মাসে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু হয়েছে। গত ০১ জানুয়ারী ২০২৩ ইং থেকে ৩১ মে পর্যন্ত সাতক্ষীরা জেলা ব্যাপী পানিতে ডুবে শিশু-কিশোর ও বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের নয় ব্যক্তির মৃত্যু হয়েছে।

দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে দেখা গেছে, পুকুর, ডোবা ও মৎস্যঘেরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। কোন কোন এলাকায় শিশুরা পুকুর বা ডোবার পাশে বাড়ির উঠানে খেলা করতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে। শিশুরা কাগজের নৌকা বানিয়ে আবার কলার মোচা দিয়ে নৌকা বানিয়ে বাড়ির পাশের পুকুরে বা ডোবায় খেলা করতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে।

আবার বিভিন্ন বয়সের মৃগী রোগে আক্রান্ত মানুষ গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। গত ২৩ জানুয়ারি ২০২৩ ইং সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের আব্দুল আলিম মোড়লের ২ বছর বয়সী শিশু মোঃ আজিম মোড়ল বাড়ির উঠানে খেলা করে শরীরে কাঁদা মেখে ধোয়ার উদ্দেশ্যে পাশের পুকুরে নেমে ডুবে মারা যায়।

গত ৪ মার্চ শনিবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আব্দুস সালাম গাজীর ৩ বছরের শিশু কন্যা মরিয়ম খাতুন বাড়ির পার্শ্ববর্তী পুকুরের ধারে যায়। একপর্যায়ে সে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির কিছুক্ষণ পর দেখতে পান মরিয়মের দেহ পুকুরের পানিতে ভাসছে। তাৎক্ষনিক তাকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

২৮শে মার্চ মঙ্গলবার বেলা ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের তিলক বিশ্বাসের ২ বছর বয়সী কন্যা মধুমিতা বিশ্বাস নলতা ইউনিয়নের ইছাপুর (কাজলা) গ্রামে মামার বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে মধুমিতাকে ভাসতে দেখেন তার মা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

৪এপ্রিল মঙ্গলবার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কয়লা গ্রামের কামান হোসেন তার ১৮ মাস বয়সের শিশু কন্যা তুবা কে সাথে নিয়ে সন্ধার কিছুক্ষণ পূর্বে বাড়ির পার্শ্বের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে দ্রæততার সাথে বাবা গোসল করে বাড়িতে এলেও মেয়ে বাড়িতে না আসায় খোঁজ খবর নিতে শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তুবাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

৩মে বুধবার দুপুর দেড়টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে চৌধুরী আটি গ্রামের মৃত্যু জফর গাজীর পুত্র রাশেদ আলী গাজী (৫২) পুকুরে গোসল করতে নামেন। গোসল করতে গিয়ে রাশেদ আলী গাজী বাড়িতে ফিরে না আসলে স্বজনরা তাকে খোঁজা শুরু করেন। বিকাল পাঁচটার দিকে তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়। রাশেদ আলী গাজী মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।

৮মে সোমবার দুপুরে ও বিকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পৃথক দুইটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। ঘড়িয়াডাঙ্গা গ্রামের দিনমজুর আব্দুর রহিমের শিশুপুত্র রিপন হোসেন(৪) ও প্রতিবেশী বিল্লাল হোসেন বাবু’র শিশুপুত্র জামির হোসেন(৪) বিকাল ৪টার দিকে বাড়ির পাশে খেলছিল।

এসময় তাদের বাড়ির লোকজন সাংসারিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। খেলার সময় দুই শিশু পাশ্ববর্তী মৎস্য ঘেরের পানিতে পড়ে যায়। সন্ধ্যার আগমুহুর্তে খোঁজাখুজি করার সময় ওই ঘেরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে ফিরে ভাইয়ের সাথে বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে যায় দক্ষিণ সখিপুরের আইয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭)। গোসলের একপর্যায়ে তাকে পানিতে ডুবে যাচ্ছিল সে। এসময় তার ভাইয়ের চিৎকার শুনে স্থানীয়রা ওই শিশুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় তার।

২৩ মে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আজবাহার কারিকরের পুত্র আছাদুর (২৮) পুকুরে দাঁত ব্রাশ করতে নামে কিন্তু সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বেলা ১১ টার দিকে তার পিতা আজবাহার কারিকর মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে। যুবক আছাদুর রহমান মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলেন পরিবার সূত্রে জানা যায়।

পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম দৈনিক সাতক্ষীরার সকাল কে জানান, মূলত বর্ষা মৌসুমে বাড়ির আশেপাশে পুকুর বা ডোবাতে পানি জমে থাকে। জমে থাকা পানিতে শিশুরা খেলতে ভালোবাসে। শিশুরা পানিতে নেমে ডুবে মারা যাওয়ার ঘটনা প্রায় ঘটছে।

পানিতে ডুবা প্রতিরোধে জেলা তথ্য অফিস সকল উপজেলা পর্যায়ে হাটে- বাজারে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক প্রচারের মাধ্যমে প্রচার অভিযান অব্যহত রয়েছে। পানিতে ডুবে মৃত্যু রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি আমি অভিভাবকদের পরামর্শ দিতে চাই শিশুদের প্রশিক্ষনের মাধ্যমে সাঁতার শেখাতে হবে। তিনি আরো বলেন ইতোমধ্যে সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

খাজরায় আখ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে চলছে সায়েম ইট ভাটার কার্যক্রম

আশাশুনিতে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

কালিগঞ্জে নব-গঠিত ছাত্রলীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

উপকূলের মানুষের সাথে জলবায়ু ধর্মঘটে সংহতি জানালেন ৬ দেশের মানুষ

তালায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

পাইকগাছায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি; জনদুর্ভোগ চরমে

কালিগঞ্জের নবাগত শিক্ষা অফিসার বাকী বিল্লাহ’র সাথে শিক্ষকদের মতবিনিময়

সাতক্ষীরা থেকে ছিনতাই হওয়া ইজিবাইক খুলনায় উদ্ধার : আটক-৪