ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার নবজীবন ইনস্টিটিউটে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ১০টায় শিক্ষাক্রম-২০২২ ও আসন্ন ষাণ¥মাসিক পরীক্ষা বিষয়ক অবহিত করতে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক মাহমুদ হোসেন ও আজিজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান ও ৬ষ্ঠ-৭ম শ্রেণির অভিভাবকরা। এসময় উক্ত শ্রেণীদ্বয়ের অভিভাবকদের নতুন শিক্ষাক্রম ও আসন্ন ষাণ¥মাসিক পরীক্ষা বিষয়ক অবহিত করা হয়।