বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা রাজস্ব অফিস পাঠাগার এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ৪ জুন) সকাল ১০.৩০টায় কালিগঞ্জ রাজস্ব অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ রাজস্ব অফিস পাঠাগারের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ আজহার আলী এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা রাজস্ব অফিস পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, কার্য নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সহ- সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, আব্দুল করিম মামুন হাসান ও কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সংগীত শিক্ষ জাহাঙ্গীর আলম।
কালিগঞ্জ উপজেলা রাজস্ব অফিস পাঠাগারের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় আগামী ৯ জুন শুক্রবার বিকাল পাঁচটায় কালিগঞ্জ উপজেলা রাজস্ব অফিস পাঠাগারে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম উৎসব উপলক্ষে কবিতা আবৃতি, নৃত্য, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা সভাপতিত্ব করবেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও উপজেলা রাজস্ব অফিস পাঠাগার এর সভাপতি মোঃ আজহার আলী।