সকাল ডেস্ক : নব জীবন এর আয়োজনে শিক্ষাভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার ০৫ জুন নব জীবন সেন্টারে নভো জীবন, ইউ. কে এর আর্থিক সহযোগীতায় নব জীবন এর সার্বিক ব্যবস্থাপনায় কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজএ্যাডভানটেজড চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার, ফেজ-৩ এর আওতায় এতিম ও অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা ভাতা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে শিশুদেরকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নব জীবনের নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব জীবন কার্যনির্বাহী পরিষদ সভাপতি শামসুল আলম খান।