বুধবার , ৭ জুন ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আশাশুনি ইউএনওকে তেঁতুলিয়া বাজার কমিটির ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
satkhirar sakal
জুন ৭, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তারা শুভেচ্ছা জ্ঞাপন ও মতিবিনময় করেন। হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাদাাকটি ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দিপের নেতৃত্বে নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ মোড়ল, সাধারণ সম্পাদক জলিল গাজী, অর্থ সম্পাাদক জয়ন্ত কুমার কুন্ডু, সদস্য আলা উদ্দীন সরদার, ইবাদুল সরদার, আজাহারুল গাজী, রফিকুল ইসলাম, আবু মুছা ফয়সাল, হরষিত সানা ও হাফিজুল ইসলাম মোড়ল ইউএনও’র কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী অফিসার কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাজারের উন্নয়ন ও বাজার ব্যবসায়ীদের স্বার্থে নিজেদেরকে দায়িত্ব পালন করতে হবে। বাজারকে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাজারে রূপান্তরিত করতে হবে। আইন শৃংখলার উন্নতি, ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের স্বার্থ রক্ষায় নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। তিনি বাজারের পরিবেশ রক্ষায় হাউস নির্মান, উচ্ছিষ্ট দ্রব্য ও পানির সঠিক ব্যবহারসহ কিভাবে বাজার ও বাজার সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করা যায় সে ব্যাপারে উপদেশ প্রদান করেন। প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত